প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৬, ১০:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

ব‌রিশাল প্রতিনিধি: 
বরিশালের গৌরনদীতে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। যাত্রী নামিয়ে ফেরার পথে শনিবার রাত সাড়ে ১১টার দিকে গৌরনদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব কাসেমাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ভ্যানচালক মঞ্জু বেপারী (৫০) ওই এলাকার বাসিন্দা। 

স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে এক যাত্রীকে বাড়ি পৌঁছে দিয়ে মঞ্জু বেপারী নিজ বাড়িতে ফিরছিলেন।

 
রাত পৌনে ১১টার দিকে পূর্ব কাসেমাবাদ এলাকার ইয়াসিন খানের বাড়ির সামনে এলে দুর্বৃত্তরা তার ওপর হামলা করে। এসময় তাকে কুপিয়ে ভ্যানের ওপর ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মঞ্জু বেপারীর গোঙানির শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক টিপু সুলতান জানান, নিহত ব্যক্তির শরীরে ধার‌ালো অস্ত্রের অন্তত ১০ থেকে ১২টি আঘাত রয়েছে। হাসপাতালে আনার পর তাৎক্ষণিক চিকিৎসা শুরু করা হলেও তাকে বাঁচানো যায়নি।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

 
প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়