প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২৬, ০৯:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিরাজগঞ্জে

সিরাজগঞ্জ প্রতিনিধি : পৌষের মধ্যভাগে সারাদেশে শীতের তীব্র প্রভাব বিরাজ করছে। আজ শনিবার (৩ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিরাজগঞ্জে রেকর্ড করা হয়েছে, যা ৯ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল শুক্রবার যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিনও যশোরে ৭.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এই মৌসুমে তিন দিন সর্বনিম্ন তাপমাত্রা এই জেলায় নথিভুক্ত হয়েছে।
ভোর থেকেই ঢাকা ঘন কুয়াশায় ঢাকা পড়েছে। কমে যাওয়া দৃষ্টিসীমার কারণে সড়ক-মহাসড়কে যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। তীব্র শীতের কারণে জরুরি প্রয়োজন ছাড়া মানুষ বাইরে বের হচ্ছে না। খেটে খাওয়া দরিদ্র ও ছিন্নমূল মানুষ শীত ও গরম কাপড়ের অভাবে কষ্টে দিন কাটাচ্ছে। সরকারি ও বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা পর্যাপ্ত নয়।

শীতের সঙ্গে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু ও প্রবীণ। ঘন কুয়াশার কারণে ফেরি ও নৌ চলাচলও ব্যাহত হচ্ছে। গতকাল শুক্রবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। অন্তত ৯টি ফ্লাইট চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে ডাইভার্ট করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়