প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অষ্টগ্রাম উপজেলায় জাসাসের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মোঃ নাদিরুজ্জামান আজমল, কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা। 

‎“এডভোকেট ফজলুর রহমানকে যদি আমরা এমপি বানাতে পারি, তাহলে তিনি মন্ত্রীত্ব পাবেন” এমন মন্তব্য করেছেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম নিজামুল হক নজরুল।
‎বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‎শনিবার (২৭ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা সদরে জাসাস অষ্টগ্রাম উপজেলা শাখার উদ্যোগে কেক কাটা, আলোচনা সভা ও র‍্যালির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। কর্মসূচির শুরুতে কেক কাটা হয়। পরে একটি র‍্যালি উপজেলা সদর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।
‎আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এস এম নিজামুল হক নজরুল বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে যোগ্য ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে। এডভোকেট ফজলুর রহমান একজন সৎ, অভিজ্ঞ ও ত্যাগী নেতা। জনগণের ভোটে তাঁকে সংসদ সদস্য নির্বাচিত করা গেলে তিনি জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ পাবেন। এডভোকেট ফজলুর রহমানকে এমপি বানাতে পারলে তিনি মন্ত্রীত্ব পাবেন। 
‎সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক অষ্টগ্রাম উপজেলা ছাত্রদল মোঃ মুজনাবিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুবায়ের হাসান ইয়ামিন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, মৎস্য দলের সাধারণ সম্পাদক আমজাদ আহমেদ তান্না এবং অষ্টগ্রাম সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমাছ। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
‎প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাসাস অষ্টগ্রাম উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুক্তার হোসেন।
‎বক্তারা বলেন, জাসাস গণতন্ত্র পুনরুদ্ধার, মুক্ত সাংস্কৃতিক চর্চা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দুঃশাসনের বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম অব্যাহত থাকবে।
‎অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে দিনের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়