প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৫, ০৫:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টঙ্গীতে কার্টন ব্যাগে মিলল মানবদেহের বিছিন্ন পা

আয়কর বার্তা রিপোর্ট:

গাজীপুরের টঙ্গীতে পলিথিনে মোড়ানো কার্টন ব্যাগে পরিত্যক্ত অবস্থায় মানবদেহের বিছিন্ন পা উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় টঙ্গীর তুরাগ নদের ওপর রেলওয়ে ব্রিজের উত্তর পাশে রেললাইনের পাশ থেকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয়রা সকালে টঙ্গী বাজার রেলওয়ে ব্রিজের উত্তর পাশে একটি পলিথিনে মোড়ানো কার্টন খুলে মানবদেহের খন্ডিত অংশ (পা) দেখতে পেয়ে পুলিশে খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে পুলিশ হেফাজতে নেন।

এ বিষয়ে টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ জানান, মানবদেহের বিছিন্ন পা উদ্ধার করে পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কিভাবে এই পা এখানে আসল তার তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি কোনো মানবদেহের বিছিন্ন বাম পায়ের অংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়