প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৫, ১০:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘লাইফ ইজ বিউটিফুল’

বিনোদন  প্রতিবেদক

বাংলাদেশের চলচ্চিত্র ও নাটকের জীবন্ত দুই কিংবদন্তি অভিনয়শিল্পী আবুল হায়াত ও ডলি জহুর। দুজনই অভিনয় জীবনের পথচলায় বহু নাটকে, সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন। আবারও তারা দুজন একটি সুন্দর গল্পের নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘লাইফ ইজ বিউটিফুল’। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। কয়েক দিন আগেই টানা তিন দিনের নাটকটির শুটিংয়ের কাজ শেষ করেছেন চয়নিকা চৌধুরী।

আবুল হায়াত বলেন, ‘নির্মাতা হিসেবে চয়নিকা সব সময়ই ভীষণ সচেতন, বিচক্ষণ। তার নাটকের গল্পই হচ্ছে প্রাণ। আর যারা কাজ করে তারা সবাই ভীষণ আন্তরিকতা নিয়েই কাজ করে। লাইফ ইজ বিউটিফুল নাটকটি নিয়ে আমি আশাবাদী। অনেক দিন পর ডলির সঙ্গে কাজ করে ভালো লাগল।’

ডলি জহুর বলেন, ‘হায়াত ভাই বাংলাদেশের একজন সত্যিকারের জীবন্ত কিংবদন্তি অভিনেতা। তার সঙ্গে বহু নাটক সিনেমাতে অভিনয় করেছি। অনেক অনেক স্মৃতি তার সঙ্গে। সত্যি বলতে কী হায়াত ভাইয়ের সঙ্গে কাজ করলে মনেই হয় না যে নাটক বা সিনেমার কাজ করছি। গল্পের ফাঁকে ফাঁকে কাজ হয়ে যায়, তা বুঝতেই পারি না। ধন্যবাদ চয়নিকাকে এত সুন্দর একটি গল্প নির্বাচনের জন্য। নাটকটি প্রচারে এলে আশা করছি ভালো লাগবে দর্শকের।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়