অনলাইন ডেক্স :
গত কয়েক বছর আগেও বিজয় দিবস কিংবা স্বাধীনতা দিবস এলে দেশের গান প্রকাশের ব্যাপক আয়োজন চোখে পড়ত। প্রকাশ হতো একাধিক দেশের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোও দেশের গান প্রকাশ করত, আবার ব্যক্তি উদ্যোগেও দেশের গান প্রকাশ ছিল চোখে পড়ার মতো। এখন দেশের গান প্রকাশে শিল্পীদেরও আবেগ কমে গেছে। ২০২৫ সালে এসে দেশের গান প্রকাশ হয়েছে সবচেয়ে কমসংখ্যক। দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে শিল্পীদের মাঝে নাকি দেশপ্রেম কমে যাচ্ছে... এমন প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে ঠিক সেই সময়ে একটু স্বস্তি দিয়েছে হাতেগোনা কয়েকটি দেশের গান প্রকাশে।
আমরা সবাই বাংলাদেশ
কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজার কণ্ঠে প্রকাশ হয়েছে ‘আমরা সবাই বাংলাদেশ’। সঙ্গে গেয়েছেন ‘আরটিভি ইয়াং স্টার’-এর ছয় প্রতিযোগী অরিন্দল অন্তর, অনিক সুত্রধর, জাহিদ অন্তু, দীপান্তিতা সিঁথি, অঙ্কিতা মল্লিক ও আদিবা কামাল। গানের কথা লিখেছেন কবির বকুল, সুর করেছেন ইমন সাহা। গানটি প্রকাশ হয়েছে ‘লিজা’র ইউটিউব চ্যানেলে। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাজ বিশ্বাস শংকর। লিজা বলেন, ‘বিজয়ের মাসে দেশের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা, ভালোবাসা রেখেই গানটি নিবেদন করছি। আশা করছি দেশের জন্য উৎসর্গকৃত এই গান সবাই আগ্রহ নিয়ে শুনবেন।’
বাংলাকে ভালোবাসি ও এক সূর্য ভালোবাসার
কণ্ঠশিল্পী প্রিয়াংকা গোপের কণ্ঠে প্রকাশ হয়েছে দুটি দেশের গান। একটি ‘বাংলাকে ভালোবাসি’। এ গানের কথা লিখেছেন শারমিন সুমী, সুর ও সংগীতায়োজন করেছেন শান শায়েক। প্রকাশ হয়েছে দোয়েল মিউজিকের ইউটিউব চ্যানেল থেকে। প্রিয়াংকা গোপের কণ্ঠে অন্য গান ‘এক সূর্য ভালোবাসার’। গানের কথা লিখেছেন মেজর আনিসুল ইসলাম, সুর করেছেন পল্লব সান্যাল, সংগীতায়োজন করেছেন মো. নাসির উদ্দীন। এ গানটি প্রকাশ হয়েছে প্রিয়াংকা গোপের ইউটিউব চ্যানেল থেকে। প্রিয়াংকা গোপ বলেন, দুটো গান দুই ধরনের। বিজয়ের দিনে নিজের মৌলিক গান দিয়ে সবার সঙ্গে বিজয় উদযাপন ভীষণ আনন্দের। আশা করছি শ্রোতাদের গান দুটি ভালো লাগবে।’
আমার জন্মভূমি
কণ্ঠশিল্পী সাব্বির জামানের কণ্ঠে প্রকাশ হয়েছে কবির বকুলের কথা ও সুরে ‘আমার জন্মভূমি’ শিরোনামের গান। সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। সাব্বির বলেন, “আমার ইউটিউব চ্যানেল ‘সাব্বির জামান’ থেকে গানটি বিজয় দিবসে প্রকাশ হয়েছে। দেশের প্রতি ভালোবাসা থেকেই গানটি শ্রোতাদের উপহার দিলাম। সুন্দর কথা, সুরের গান। আপনাদের ভালো লাগবে।”
বীর জনতার দেশ বাংলাদেশ
কণ্ঠশিল্পী জুথী আঁখির কণ্ঠে প্রকাশ হয়েছে ‘বীর জনতার দেশ বাংলাদেশ’ গানের মিউজিক ভিডিও। গানটির কথা ও সুর করেছেন নজরুল ইসলাম আজাদ। সংগীতায়োজন করেছেন মেহেদী বাপন। গানটি প্রকাশ হয়েছে আজাদ মিউজিক থেকে। রাজধানীর আফতাব নগরে শুটিং হয়েছে। জুথী বলেন, দেশের গানের প্রতি ভালোবাসা আমার সব সময় থাকে। সুন্দর কথা, সুরের গান। আশা করছি গানটি সবার ভালো লাগবে।