প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজয় দিবসে বিটিভির বিশেষ নাটক ‘মানচিত্র’

বিনোদন প্রতিবেদক
 

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার হবেদিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা। সেই ধারাবাহিকতায় রাত ৯টায় থাকছে বিশেষ নাটক ‘মানচিত্র’। নাটকটি নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, মানুষের সংগ্রাম-আবেগ, আত্মত্যাগ ও ভালোবাসার গল্প। কাজী আসাদের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন মামুন মাহমুদ। অভিনয় করেছেন সাব্বির আহমেদ, কাজী আসাদ, আইনুন নাহার পুতুল, বাবুল আহমেদ, আবদুর রহমান, উদয় খান, আমিরুল ইসলাম জনি, বিএম আজাদ, আসমা শিউলি ও হুমায়ূন কাবেরী।

নাটকের গল্পে দেখা যাবে- ১৯৭১ সালে সজল ঢাকার একটি বিশ^বিদ্যালয়ে অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। ২৫ মার্চের পর সে ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি যশোর চলে যায়। গ্রামে গিয়ে তার কিশোরবেলার ভালোলাগা তরুণী বকুলের সঙ্গে সম্পর্ক ভালোবাসায় রূপ নেয়। সজল নিরীহ মানুষের ওপর পাকবাহিনী ও তার দোসরদের নির্মম অত্যাচার ও নৃশংসতা দেখে মুক্তিযুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

যুদ্ধে যাওয়ার দিন বকুল তাকে জানায়, যশোর থাকতে না পারলে তারা চৌগাছায় নানাবাড়িতে চলে যাবে। সজল যুদ্ধে চলে গেলে অনেকদিন বকুলের সঙ্গে যোগাযোগ হয় না। যুদ্ধের মধ্যে সজল একদিন চৌগাছায় গিয়ে বকুলের সঙ্গে দেখা করে তাকে দেশের মানচিত্রখচিত একটি পতাকা উপহার দেয়। পাকবাহিনীর দোসররা জানতে পারে বকুলের নানাবাড়ি হাজিবাড়িতে মুক্তিযোদ্ধা এসেছে। তারা হাজিবাড়িতে গিয়ে বকুলের বাবার ওপর আক্রমণ চালায়।

বকুল তার বাবাকে রক্ষা করতে গেলে পাকবাহিনী বকুলকে তুলে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়, তখন বকুল দৌড়ে ঘরে চলে যায়। তখন পাকবাহিনী তার পিছুপিছু ঘরে গিয়ে বাংলাদেশের মানচিত্রখচিত পতাকা দেখতে পেয়ে তারা মনে করে এখানে মুক্তিযোদ্ধা আছে। এরপর পাকবাহিনীর এলোপাতাড়ি গুলিতে বকুল ও তার বাবা শহীদ হন। আজও সজল মনে করে সেদিন বকুলকে দেখতে গিয়ে মানচিত্রখচিত পতাকা দিয়ে আসা তার ঠিক হয়নি। এভাবেই এগিয়ে যায় গল্পের কাহিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়