ঐন্দ্রিলা, বাংলাদেশের চলচ্চিত্রের মহানায়কখ্যাত নায়ক বুলবুল আহমেদের মেয়ে। ছোটবেলা থেকেই তিনি অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত। পাশাপাশি তিনি গানও গেয়ে থাকেন। একটা সময় এসে তিনি নিজেকে উপস্থাপনার সঙ্গেও সম্পৃক্ত করেন। এরই মধ্যে তিনি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘আমাদের রসুই ঘর’-এর উপস্থাপনা করছেন। অনুষ্ঠানটি কিছুদিন আগেই বিটিভিতে প্রচার শুরু হয়েছে। সপ্তাহের প্রতি রবি ও সোমবার বিটিভিতে প্রচার হয়।
ঐন্দ্রিলা বলেন, ‘এই মুহূর্তে বিটিভির আমাদের রসুই ঘর অনুষ্ঠানটি নিয়েই ব্যস্ত আছি। যেহেতু প্রতি সপ্তাহে দুবার এই অনুষ্ঠানটি প্রচার হয়, মাসে আটটি পর্ব- সে কারণে আমাকে এই অনুষ্ঠানের জন্যই বেশ সময় দিতে হয়। উপস্থাপনাটা ভীষণ স্বাচ্ছন্দ্যতা নিয়ে করি। আর অভিনয়ের কথা যদি বলতে হয় তাহলে বলব, অবশ্যই ভালো গল্প, সুন্দর চরিত্র পেলে অভিনয় করব। কারণ অভিনয় করতেই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। এখনও অনেক ভক্ত-দর্শকের কাছ থেকে অনুরোধ আসে অভিনয় করার। তাদের উদ্দেশে বলতে চাই- নিশ্চয়ই আমি ভালো গল্প-চরিত্র পেলে অভিনয়ে ফিরব।’
বাবাকে নিয়ে ঐন্দ্রিলার অনেক স্বপ্ন ও পরিকল্পনা রয়েছে। শুধু বাবাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করবেন বলে ফিল্ম বিষয়ে ভর্তি হয়েছিলেন। চলচ্চিত্র নির্মাণে এখন নিজেকে উপযুক্ত মনে করছেন তিনি। যেহেতু এটি রিসার্চ বেইজড কাজ তাই পারফেক্টলি করতে হলে অনেক সময় লাগবে, জানালেন ঐন্দ্রিলা।