এই সময়ে এসে বেছে বেছে নাটকে অভিনয় করছেন অভিনেত্রী অহনা। সেই ধারাবাহিকতায় এই সময়ের গুণী, মেধাবী নাট্যনির্মাতা মহিন খানের রচনা ও পরিচালনায় অহনা অভিনয় করেছেন ‘পতন’ শিরোনামের একটি নাটকে।
অহনা বলেন, ‘মহিনের নির্দেশনায় এর আগেও আমি বেশ কিছু নাটকে অভিনয় করেছি। তবে এই নাটকের গল্প ভাবনা এবং চিত্রনাট্য এক কথায় দারুণ হয়েছে। আমি আমার চরিত্রে যথাযথভাবে অভিনয় করার চেষ্টা করেছি। সত্যি বলতে কি, একটি ভালো চরিত্রে কাজ করার সযোগ পেলে আমি চেষ্টা করি চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। পতন নাটকের চরিত্রটির ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। আমি মন দিয়ে কাজটি করেছি। আশা করছি, প্রচারে এলে নাটকটি দর্শকের ভালো লাগবে। ধন্যবাদ মহিনকে আমাকে এত সুন্দর একটি চরিত্রে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য।’
নাটকের গল্প এমন- অহনার সুখের সংসার। একসময় স্বামীকে জানায়, সে চাকরি করতে চায়। স্বামী তার আবদার মেনে নিয়ে পাঁচ লাখ টাকা ম্যানেজ করে বউকে ব্যাংকে একটি চাকরির ব্যবস্থা করে দেয়। কিন্তু চাকরি পাওয়ার পর অহনার আচার-আচরণ বদলে যায়। স্বামীর সঙ্গে সংসারও করতে চায় না। কিন্তু একটা সময় এসে তার চাকরিটা চলে যায়। দিশেহারা হয়ে যায় অহনা। আর ঠিক তখনই অহনা নিজের জীবনের বাস্তবতা উপলব্ধি করতে পারে।