প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৫, ১০:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১২ সিনেমাকে না!

বিনোদন প্রতিবেদক

এক সময় পর্দায় নিয়মিত দেখা গেলেও এখন আর তাকে সেভাবে পর্দায় পাওয়া যায় না। ‘শরতের জবা’ সিনেমা দিয়ে দীর্ঘদিন পর পর্দায় ফিরেছিলেন, এরপর যেন আবার সেই চিরচেনা নীরবতা কুসুম শিকদারের। তবে তিনি জানিয়েছেন, ‘শরতের জবা’ মুক্তির পর ১২টি সিনেমার প্রস্তাব পেয়েছিলেন; কিন্তু সবকটিই ফিরিয়ে দেন নায়িকা।

কুসুম শিকদার বলেন, ‘সিনেমার অনেক প্রস্তাবই এসেছে। চাইলে অবশ্যই কাজ করতে পারতাম। হ্যাঁ বলে কাজে নেমে যাওয়া সম্ভব ছিল; কিন্তু আমি একটু খুঁতখুঁতে, একটু পারফেকশনিস্ট। প্রস্তাবগুলোর মধ্যে বেশির ভাগ ক্ষেত্রেই মনে হয়েছে কোথাও ঘাটতি আছে, বা যাঁরা বানাচ্ছেন, তাঁরা পুরোপুরি প্রস্তুত নন। তাই সেগুলো করা হয়নি।’

তিনি আরও বলেন, ‘আমি ধীরগতির মানুষ। ধীরে কাজ করি। আমার বিশ্বাস, ধীরলয়ে কাজ করলে মানটাও ভালো হয়। সিনেমার জন্য এক বছর খুব কম সময়। ‘শরতের জবা’ করতে আমার দুই বছর লেগেছে। আর লেখা ধরলে তো আরও বেশি সময় লাগে। মনমতো গল্প ও প্রজেক্ট প্রস্তুত হলে অবশ্যই আমি করব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়