প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫, ১০:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবার উপস্থাপনায় সারিকা

পাঁচ বছরেরও বেশি সময় ধরে ‘আমার আমি’র উপস্থাপনা করেন সারিকা। মাঝে দীর্ঘদিন বিরতিতে ছিলেন। সারিকা জানান, এই বছরটাতে তিনি দেশের বাইরেও বেশ ভালো সময় কাটিয়েছেন। গেল সপ্তাহে তিনি গ্রিসে তার স্বামী রাহীর সঙ্গে সময় কাটিয়ে এলেন। গত তিন বছর তিনি নাটকে অভিনয় করেননি। ‘আমার আমি’ নিয়ে ব্যস্ত ছিলেন। গ্রিস থেকে ঘুরে এসেই তিনি ‘আমার আমি’র উপস্থাপনা নিয়ে ব্যস্ত হয়ে উঠেছেন।

সারিকা বলেন, ‘আমার আমি-টাই এখন নিয়মিত করছি। যেহেতু আমি কখনও উপস্থাপনা করিনি। যে কারণে উপস্থাপনার শুরুর সময়টা ছিল আমার জন্য চ্যালেঞ্জিং। তার পরও এই সময়ে এসে উপস্থাপনা আমি দারুণ উপভোগ করছি। অনুষ্ঠানে এমন কিছু অতিথি আসছেন যাদের সঙ্গে কথা বলে নিজেকে আরও সমৃদ্ধ করার চেষ্টা করছি, আবার এমন কিছু আমি নিজেও জানতে পারছি যা হয়তো আমার আমি’র উপস্থাপনা না করলে জানার সুযোগ হতো না।

সারিকাকে সর্বশেষ রায়হান রাফির ‘আমলনামা’য় (ওটিটির কাজ) অভিনয়ে দেখা গেছে। এরই মধ্যে তিনি আব্দুল্লাহ সাদেরও একটি কাজ করেছেন। তবে সেটি ওয়েব সিরিজ নাকি ফিল্ম তা তিনি অবগত নন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়