দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দেশের ফুটবলপ্রেমীদের জন্য আসছে এক বিশাল উৎসবের উপলক্ষ- ‘লাতিন বাংলা সুপার কাপ’। ব্রাজিল, আর্জেন্টিনা এবং স্বাগতিক বাংলাদেশ- এই তিন দেশের তিনটি ফুটবল দলকে নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট।
আজ সকালে ঢাকায় পা রাখবে ব্রাজিলের সাও বার্নার্দো ফুটবল ক্লাব এবং পর দিন ৩ ডিসেম্বর বুধবার আসবে আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোন ক্লাব। সুপার কাপের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে।
ম্যাচের দিনগুলো হলো- ৫ ডিসেম্বর সাও বার্নার্দো বনাম ফিউচার স্টার বাংলাদেশ, ৮ ডিসেম্বর অ্যাথলেটিকো চার্লোন বনাম ফিউচার স্টার বাংলাদেশ ও ১১ ডিসেম্বর ব্রাজিলের সাও বার্নার্দো বনাম আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোন।
লাতিন বাংলা সুপার কাপের সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে থাকছেন বিশ্ব ফুটবলের দুই কিংবদন্তিÑ ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক সাবেক তারকা কাফু এবং আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া। তারা দুজনই টুর্নামেন্টের শেষ দিন ১১ ডিসেম্বর ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচে জাতীয় স্টেডিয়ামে উপস্থিত থাকবেন।
আয়োজক প্রতিষ্ঠান এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক এমডি আসাদুজ্জামান জানিয়েছেন, ভাগ্যবান দর্শকরা এই কিংবদন্তি ফুটবলারদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। তিনি বলেন, ‘যারা টিকিট কেটে মাঠে আসবেন সেই দর্শকদের মধ্য থেকে প্রতিদিন আমরা লটারির মাধ্যমে ১০ জনকে নির্বাচন করব। শেষ দিন কাফু এবং ক্যানিজিয়া যখন মাঠে আসবেন, তখন ওই দর্শকরা কাফু ও ক্যানিজিয়ার সঙ্গে দেখা করার এবং ছবি তোলার সুযোগ পাবেন।’
গতকাল জাতীয় স্টেডিয়ামের সার্বিক প্রস্তুতি পরিদর্শনে আসেন এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক এমডি আসাদুজ্জামান। তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে স্টেডিয়ামের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। ফুটবলের পাশাপাশি দর্শকদের বাড়তি আনন্দ দিতে থাকছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন।
বাংলাদেশের সংগীতাঙ্গনের জীবন্ত কিংবদন্তি নগর বাউল জেমস এই আয়োাজনে চমক হিসেবে থাকার কথা রয়েছে। এমডি আসাদুজ্জামান জানান, ‘সবকিছু ঠিক থাকলে বিকাল চারটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেমস এখানে গান করবেন। দর্শকরা যেন খেলার আগে মনমরা না হন, সেজন্য জেমসকে আনার ব্যবস্থা করছি।’
আসাদুজ্জামান জানান, দর্শকদের ভিন্নধর্মী অভিজ্ঞতা দিতে সব ধরনের প্রচেষ্টা থাকবে। তিনি বলেন, ‘আমি কিছু কাজ করব, যা বাংলাদেশে আগে কখনও হয়নি। আমি একটু ভিন্ন ধরনের চিন্তা করে থাকি।