আয়কর বার্তা রিপোর্ট:
সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশী খানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করা এবং জ্ঞাত আয়ের বাইরে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগে এ মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ কমিশনের সহকারী পরিচালক এসএম রাশেদুল হাসান বাদী হয়ে মামলাটি করেন।
দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন। মামলার এজাহার বলা হয়েছে, দুদকের অনুসন্ধানে ঐশী খানের নামে এক কোটি ৭০ লাখ ২২ হাজার ৭৫০ টাকা মূল্যের সম্পদ এবং ১১ লাখ ৪৯ হাজার ২৬৪ টাকা পারিবারিক ব্যয়ের তথ্য পাওয়া যায়। সর্বমোট ১ কোটি ৮১ লাখ ৭১ হাজার ৯০৪ টাকার সম্পদের বিপরীতে তার বৈধ আয়ের তথ্য পাওয়া গেছে মাত্র ১০ লাখ ৫৩ হাজার ৮৯২ টাকা।
ফলে তার নামে থাকা ১ কোটি ৭১ লাখ ১৮ হাজার ৯১২ টাকা জ্ঞাত আয়ের বাইরে অর্জিত সম্পদ হিসেবে চিহ্নিত হয়েছে। মামলায় আরও বলা হয়, অনুসন্ধান প্রতিবেদনের ভিত্তিতে কমিশন ঐশী খানকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয়। নির্ধারিত ঠিকানায় গিয়ে নোটিশ দেওয়া সম্ভব না হওয়ায় গত ১০ জুলাই তার ঠিকানায় সম্পদ বিবরণী ফরম ঝুলিয়ে নোটিশ জারি করা হয়। পরে ঐশী খান এক মাস সময় বাড়ানোর আবেদন করেন। দুদক তার আবেদন বিবেচনা করে নির্ধারিত ২১ কার্যদিবসের পাশাপাশি আরও ১৫ কার্যদিবস সময় দিলেও তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি।
এজাহারে বলা হয়েছে, ঐশীর নামে বা বেনামে অতিরিক্ত সম্পদ থাকার তথ্য রয়েছে। নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।