প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২৬, ১০:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পঞ্চম ফিউচার মিনারেলস ফোরাম, অংশ নেবে ১০০টির বেশি দেশ

মো: মামুনুর রশিদ :

সৌদি আরবের শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রণালয় রিয়াদে অনুষ্ঠিতব্য পঞ্চম ফিউচার মিনারেলস ফোরাম (FMF 2026)-এর পূর্ণাঙ্গ কর্মসূচি ঘোষণা করেছে। আগামী ১৩ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত আয়োজিত এ আন্তর্জাতিক ফোরামের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “Dawn of a Global Cause” যা বৈশ্বিক উন্নয়নে খনিজ সম্পদের নতুন যুগের সূচনাকে নির্দেশ করে।

ফোরাম উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সৌদি আরবের খনিজ বিষয়ক উপমন্ত্রী ইঞ্জিনিয়ার খালিদ বিন সালেহ আল-মুদাইফার বলেন, পঞ্চম আসরের এই আয়োজন খনিজ খাতে সৌদি আরবের ক্রমবর্ধমান বৈশ্বিক নেতৃত্ব এবং দায়িত্বশীল ও টেকসই সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে আন্তর্জাতিক সংলাপ জোরদার করবে।

তিনি জানান, ফিউচার মিনারেলস ফোরামের ভিশন তিনটি মূল স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত— উৎপাদনকারী দেশগুলোর অর্থনৈতিক সুফল বৃদ্ধি, বাজার ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং নীতিমালা ও শাসন কাঠামো বাস্তবায়নে সক্ষমতা জোরদার করা।

আল-মুদাইফার আরও বলেন, অবকাঠামো ও অনুসন্ধান খাতে অর্থায়নের ঘাটতি এখনো বৈশ্বিক খনিজ সরবরাহ বৃদ্ধির অন্যতম প্রধান বাধা। এ চ্যালেঞ্জ মোকাবিলায় FMF ২০২২ সাল থেকে সংলাপের পাশাপাশি বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ করছে এবং সীমান্তপারের প্রকল্পে বিনিয়োগ আকর্ষণে বিশ্বব্যাংকের সঙ্গে সমন্বয় করছে।

ফোরামের নির্বাহী পরিচালক আলী আল-মুতাইরি বলেন, ফিউচার মিনারেলস ফোরাম এখন খনিজ ও খনিশিল্প খাতের জন্য বিশ্বের অন্যতম প্রধান সরকার-নেতৃত্বাধীন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। তিনি জানান, এবারের ফোরামে ১০০টির বেশি দেশ ও ৭০টিরও বেশি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি অংশ নেবেন।

সূত্রে জানাগেছে, FMF ২০২৬-এ ৪০০-এর বেশি বক্তা অংশ নেবেন, যাদের অধিকাংশই সিইও ও শীর্ষ পর্যায়ের নির্বাহী। বিশ্বের শীর্ষ ৫০টি খনি কোম্পানির মধ্যে অন্তত ২০টির প্রতিনিধি এবং জ্বালানি, অটোমোবাইল ও ডেটা সেন্টার খাতের শীর্ষ নেতারাও ফোরামে উপস্থিত থাকবেন।

এদিকে ফোরামের স্ট্র্যাটেজি ও প্রোগ্রাম পরিচালক আলদো পেন্নিনি জানান, সম্মেলনের অংশ হিসেবে ‘ফিউচার মিনারেলস ব্যারোমিটার’ চালু করা হবে, যা বৈশ্বিক খনিজ খাতের প্রবণতা ও অগ্রগতি পরিমাপে একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে কাজ করবে।

ফোরামে মন্ত্রীপর্যায়ের রাউন্ডটেবিল, অর্থায়ন উদ্যোগ, উদ্ভাবন ও প্রযুক্তি প্রদর্শনী, যুব ও নারীদের জন্য বিশেষ কর্মশালা এবং আন্তর্জাতিক ভূতাত্ত্বিক জরিপ বৈঠকসহ মোট আটটি প্রোগ্রাম স্ট্রিম থাকবে।

আয়োজকরা আশা করছেন, এবারের ফোরামে বিশ্বের বিভিন্ন মহাদেশ থেকে ২০ হাজারের বেশি অংশগ্রহণকারী উপস্থিত থাকবেন, যা বৈশ্বিক খনিজ খাতের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়