যুব এশিয়া কাপে জয়রথ ছুটেই চলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের। আফগানিস্তানের পর নেপালকে হারিয়ে আগেই সেমিফাইনাল খেলা নিশ্চিত করেছিল তারা। গতকাল ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হয়েছিলেন লাল-সবুজরা। দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে ৩৯ রানে জয় পেয়েছেন তারা। টানা তৃতীয় জয়ে ‘বি’ গ্রুপের সেরা হয়ে শেষ চারে উঠেছেন আজিজুল হাকিমরা। আগামীকাল শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে ‘এ’ গ্রুপের রানার্সআপ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
দুবাইয়ে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ৪৬.৩ ওভারে ২২৫ রান করে। এ ম্যাচেও রান করেছেন জাওয়াদ আবরার। চলমান যুব এশিয়া কাপে দারুণ ধারাবাহিক ১৯ বছর বয়সী ওপেনার। আফগানিস্তান ম্যাচে ৯৬, নেপাল ম্যাচে অপরাজিত ৭০ রান করেছিলেন। শ্রীলংকার বিপক্ষে এক রানের জন্য ফিফটি পাননি তিনি। ৩৬ বলে ৪টি চার ও ৪টি ছক্কায় ৪৯ রানের ইনিংস খেলেন জাওয়াদ। উদ্বোধনী জুটিতে ভালো শুরু পায় বাংলাদেশ যুব দল। রিফাত বেগকে নিয়ে ১২.৩ ওভারে ৮৪ রান স্কোরকার্ডে জমা করেন জাওয়াদ। রিফাতের ব্যাট থেকে আসে ৪৮ বলে ৩৬ রান। বাংলাদেশের ব্যাটারদের সমন্বিত পারফরম্যান্সে দলীয় সংগ্রহটা ২০০ পেরিয়ে যায়। তিনে নামা অধিনায়ক আজিজুল হাকিম ৪৮ বলে ২৯, কালাম সিদ্দিকী ৬০ বলে ৩২ রান করেন। ২৯.৪ ওভারে ১৬৩ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। এরপর খেই হারায় তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকেন লাল-সবুজরা। তবে ফরিদ হাসানের ৪০ বলে ২৯ এবং ইকবাল হোসেন ইমনের ৬ বলে ২ ছক্কায় ১২ রানের ইনিংসে স্কোর ২০০ পেরিয়ে যায়। শ্রীলংকা যুব দলের হয়ে ৩৮ রানে ৪ উইকেট নেন অফস্পিনার কাভিজা গামাগে। জবাবে ব্যাটিংয়ে নেমে ৪৯.১ ওভারে ১৮৬ রানে গুটিয়ে যায় শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশের পেস-স্পিন আক্রমণের সামনে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকেন লংকান যুবারা। দলীয় ৪৪ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলেন তারা। সেখান থেকে ৩৬ রানের জুটি গড়ে কিছু সময় প্রতিরোধ গড়েছিলেন অধিনায়ক ভিমাথ দিনসারা ও চামিকা হেনাথিগালা। দলীয় ৮০ রানে ভাঙে এ জুটি। এরপর আর সেভাবে লড়াই করতে পারেনি লংকান যুবারা। এক পর্যায়ে ১২৬ রানে হারায় অষ্টম উইকেট। তবে নবম উইকেট জুটিতে ৫৬ রানের জুটি গড়ে আদহাম হিল্মি ও রাসিথা নিমসারা (১২) রান ব্যবধান কমাতে পেরেছেন কিছুট। শ্রীলংকার হয়ে সর্বোচ্চ ৪১ রান চামিকার। আদহাম হিলমি ৩৯ রান করেন। বাংলাদেশের হয়ে বাঁহাতি স্পিনার শাহরিয়ার আহমেদ ২৭ রানে ৩ উইকেট নেন। ডানহাতি পেসার ইকবাল হোসেন ইমনের শিকার ৩৭ রানে ৩ উইকেট। এছাড়া সামিউন বশির ২, সাদ ইসলাম ও আজিজুল হাকিম একটি করে উইকেট পান। চলমান যুব এশিয়া কাপে ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিয়া। তারা তিন ম্যাচে তিন জয় পেয়েছে। সমানসংখ্যক ম্যাচে ২ জয় নিয়ে রানার্সআপ হয়েছে পাকিস্তান। ‘বি’ গ্রুপ সেরা হয়ে শেষ চারে বাংলাদেশ। রানার্সআপ শ্রীলংকা। আগামীকাল দুবাইয়ের আইসিসি একাডেমি গ্রাউন্ডে প্রথম সেমিতে ভারত মুখোমুখি হবে শ্রীলংকার। দ্য সেভেন স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।