বুন্দেসলিগায় তলানিতে থাকা মাইন্জ ০৫–এর বিপক্ষে রবিবার ঘরের মাঠে হোঁচট খেতে বসেছিল লিগ লিডার বায়ার্ন মিউনিখ। শেষ পর্যন্ত ৮৭তম মিনিটে হ্যারি কেইনের পেনাল্টি গোলে ২-২ ড্র উদ্ধার করে তারা। তবু এই ড্র-ই শীর্ষে বায়ার্নের লিড বাড়িয়ে দিয়েছে নয় পয়েন্টে।
বায়ার্নের হয়ে প্রথমার্ধে লেনার্ট কার্ল গোল করলেও পরে লি জে-সুং ও কাসপার পোটুলস্কির গোলে এগিয়ে যায় অতিথি মাইন্জ। ম্যাচের শেষদিকে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন নিজের ১৮তম লিগ গোল করে স্বাগতিকদের হার এড়ান।
৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বায়ার্ন মিউনিখ। শুক্রবার ইউনিয়ন বার্লিনের কাছে ৩-১ গোলে হেরে ২৯ পয়েন্টে দ্বিতীয় স্থানে রয়েছে আরবি লাইপজিগ। গোল ব্যবধানে তৃতীয় স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ড ফ্রাইবুর্গের সঙ্গে ১-১ ড্র করেছে।
ম্যাচের শুরু থেকেই একচেটিয়া আধিপত্য দেখায় বায়ার্ন। প্রথম ১৫ মিনিটেই তাদের বল দখলের হার ছিল ৮৫ শতাংশের বেশি।
তবে মাইন্জও সুযোগ তৈরি করে। কাইশু সানোর শট পোস্টে লেগে ফেরে। এরপর মাইন্জ গোলরক্ষক ড্যানিয়েল বাত্জ একের পর এক দুর্দান্ত সেভ করেন-হ্যারি কেনের কাছ থেকে নেওয়া হেড ঠেকানোর পাশাপাশি মাইকেল ওলিসের শট কর্নারে পাঠান।
অবশেষে ২৯তম মিনিটে গোল পায় বায়ার্ন। সের্গে গ্নাব্রির কাটব্যাক থেকে ১৭ বছর বয়সী লেনার্ট কার্ল বল জালে পাঠান। চলতি মৌসুমে এটি তার তৃতীয় লিগ গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ পাঁচ ম্যাচের চারটিতেই গোল করেছেন এই তরুণ।
তবে বিরতির ঠিক আগে বায়ার্ন রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে পোটুলস্কির শক্তিশালী হেডে সমতায় ফেরে মাইন্জ।
দ্বিতীয়ার্ধের শুরুতে গ্নাব্রি ও কেন একের পর এক সুযোগ নষ্ট করলে খেলার ধারার বিপরীতে আবারও গোল পায় মাইন্জ। লি জে-সুংয়ের লুপিং হেডার মানুয়েল নয়্যারকে পরাস্ত করে স্তব্ধ করে দেয় ঘরের দর্শকদের।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মরিয়া হয়ে আক্রমণে ওঠে বায়ার্ন। শেষ পর্যন্ত বক্সে ফেলে দেওয়া হলে পেনাল্টি পান হ্যারি কেন। ঠাণ্ডা মাথায় তা কাজে লাগিয়ে বুন্দেসলিগায় নিজের শতভাগ পেনাল্টি রেকর্ড বজায় রাখেন তিনি-২০টি পেনাল্টিতে ২০টি গোল।