প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৫, ১০:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এমভিপি অ্যাওয়ার্ড জিতলেন মেসি

ক্রীড়া ডেস্ক
ইন্টার মায়ামি অধিনায়ক লিওনেল মেসি মেজর লিগ সকারের ২০২৫ মৌসুমের মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড় এমভিপি নির্বাচিত হয়েছেন। এমএলএস ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে এই পুরস্কার জেতার কৃতিত্ব অর্জন করেছেন আর্জেন্টাইন এই সুপারস্টার। এমএলএস ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে মেসি দুবার এই ট্রফি জিতলেন। এর আগে প্রেকি (প্রেদ্রাগ রাডোসাভলিয়েভিচ) ১৯৯৭ ও ২০০৩ সালে এই পুরস্কার জিতেছিলেন। ইন্টার মায়ামির অধিনায়ক মেসি ২৮ ম্যাচে ২৯ গোল করে ২০২৫ গোল্ডেন বুট জিতেছেন এবং ইস্টার্ন কনফারেন্সে ইন্টার মায়ামিকে তৃতীয় স্থানে পৌঁছাতে সাহায্য করেছেন। একই সঙ্গে তিনি ১৯টি অ্যাসিস্টও করেছেন। আর্জেন্টাইন এই ফরোয়ার্ড এখন এমএলএস ইতিহাসে একমাত্র খেলোয়াড়, যিনি এক মৌসুমে অন্তত ৩৬ গোলে অবদান রেখেছেন এবং সেটা করেছেন একাধিকবারÑ ২০২৪ ও ২০২৫ মৌসুমে। ইন্টার মায়ামির কোচ এবং মেসির সাবেক সতীর্থ হাভিয়ের মাসচেরানো বলেছেন, ‘সে মৌসুমজুড়ে দুর্দান্ত ছিলÑ পরিসংখ্যানেও আবার প্রতিশ্রুতিতেও।’ প্লে-অফে তিনি আরও ছয় গোল এবং নয় অ্যাসিস্ট করেন। গত ৬ ডিসেম্বর চেজ স্টেডিয়ামে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাসের প্রথম এমএলএস কাপ জেতে মায়ামি। পুরস্কার গ্রহণের সময় মেসি বলেন, ‘এটা ছিল দীর্ঘ বছরÑ অনেক ম্যাচ আর প্রচুর ভ্রমণ। কিন্তু ক্লাবের জন্য এটি ছিল ঐতিহাসিক বছর, কারণ এই প্রথমবার আমরা এমএলএস কাপ জিতেছি। এটা দারুণ ক্লাব, এখনও বেশ তরুণ, আর আমরা যা অর্জন করেছি তা ছিল অসাধারণ এবং অবশ্যই বিশেষ।’
  • সর্বশেষ
  • জনপ্রিয়