বিপিএল নিলামে ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন নাঈম শেখ। বাঁহাতি ব্যাটারের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা। তবে নিলামে বাজিমাত করেছেন ২৬ বছর বয়সী নাঈম। গতকাল রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত নিলামে তাঁকে পেতে আগ্রহ প্রকাশ করেছিল সিলেট, রংপুর ও নোয়াখালী। তিন দলের লড়াইয়ে শেষ হাসি হেসেছে চট্টগ্রাম। ১ কোটি ১০ লাখ টাকায় বন্দরনগরীর দলটি কিনেছে নাঈম শেখকে। নিলামে স্থানীয়দের মধ্যে সবচেয়ে দামি ক্রিকেটার তিনি।
প্রসঙ্গত বিপিএলের গত আসরে খুলনা টাইগার্সের হয়ে নাঈম ৪২.৫৮ গড় ও ১৯৪ স্ট্রাইকরেটে ৫১১ রান করেছিলেন। তবে নাঈমকে পেতে কাড়াকাড়ি পড়ে গেলেও জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসকে নিয়ে অতটা লড়াই ছিল না। একই ক্যাটাগরি ও সমান ভিত্তিমূল্যের হলেও তাঁকে ৭০ লাখ টাকায় কিনেছে রংপুর রাইডার্স। নিলামে লিটনের চেয়ে বেশি আগ্রহ ছিল তাওহিদ হৃদয়কে নিয়ে। ‘বি’ ক্যাটাগরিতে থাকা এই ব্যাটারের ভিত্তিমূল্য ছিল ৩৫ লাখ। তাকে ৯২ লাখ টাকায় দলে নিয়েছে রংপুর রাইডার্স।
এদিকে নিলামের প্রথম ডাকে অবিক্রীত ছিলেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। ‘বি’ ক্যাটাগরিতে থাকা অভিজ্ঞ এই দুই ক্রিকেটারের ভিত্তিমূল্য ছিল ৩৫ লাখ টাকা। তবে নিলামের দ্বিতীয় ডাকে দল পান তারা। ৩৫ লাখ টাকা ভিত্তিমূল্যে মুশফিককে কিনেছে রাজশাহী। মাহমুদউল্লাহর ঠিকানা হয়েছে রংপুর। এ ছাড়া প্রথম ডাকে অবিক্রীত থাকলেও শেষ পর্যন্ত দল পেয়েছেন মুমিনুল হক। তাঁকে ২২ লাখ টাকা ভিত্তিমূল্যে নিয়েছে সিলেট।
ছয় দলকে নিয়ে আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএলের ১২তম আসর। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টের জন্য গতকাল দেশি ও বিদেশি ক্রিকেটারদের নিলামে তোলা হয়েছিল। যেখানে স্থানীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি টাকায় বিক্রি হয়েছেন নাঈম শেখ। নিলামের আগে কথা বলেছেন বিসিবি সভাপতি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আমিনুল ইসলাম। তিনি মেয়েদের বিপিএল করার ঘোষণা দিয়েছেন। নিলামে ‘বি’ ক্যাটাগরিতে থাকা জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার ছিলেন। তাদের ভিত্তিমূল্য ছিল ৩৫ লাখ। সেখান থেকে ৬৮ লাখে ঢাকা নিয়েছে সাইফউদ্দিনকে।
এ ছাড়া রাজধানীর দলটি শামীম পাটোয়ারীকে কিনেছে ৫৬ লাখে। পারভেজ ইমনকে ৩৫ লাখে সিলেট দলে নিয়েছে। এ ছাড়া ভিত্তিমূল্য ৩৫ লাখে ঢাকাতে জাকের আলী ও মাহিদুল ইসলামকে কিনেছে নোয়াখালী। নিলামে বেশ কাড়াকাড়ি হয়েছে মোহাম্মদ মিঠুনকে নিয়ে। শেষ পর্যন্ত তাঁকে ৫২ লাখ টাকায় কিনেছে ঢাকা। ২৮ লাখ টাকায় সাব্বির রহমানকে ধরে রেখেছে ঢাকা। এ ছাড়া ভিত্তিমূল্য ১৮ লাখ টাকায় ঢাকায় নাম লিখিয়েছেন এক সময় জাতীয় দলের তারকা ক্রিকেটার নাসির হোসেন।
এবারের বিপিএল নিলামে দল পেয়েছেন সম্প্রতি এশিয়া কাপ রাইজিং স্টারসে দারুণ ব্যাটিং করা ওপেনার হাবিবুর রহমান সোহান। ‘ডি’ ক্যাটাগরিতে তার ভিত্তিমূল্য ছিল ১৮ লাখ টাকা। তাঁকে ৫০ লাখে দলে নিয়েছে নোয়াখালী। এ ছাড়া রাজশাহী ৪৪ লাখ টাকায় পেসার আব্দুল গাফফার ও জিসান আলমকে ১৮ লাখ ভিত্তিমূল্যে দলে নিয়েছে।
আসন্ন বিপিএলে নিলামের আগে সরাসরি চুক্তিতে দল পেয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার। এদের মধ্যে ঢাকা ক্যাপিটালসে তাসকিন, সাইফ হাসান, অ্যালেক্স হেলস ও উসমান খান, সিলেট টাইটানসে মিরাজ, নাসুম, মোহাম্মদ আমির, সাইম আইয়ুব, রংপুর রাইডার্সে মোস্তাফিজ, নুরুল হাসান, খাজা নাফে, সুফিয়ান মুকিম, নোয়াখালী এক্সপ্রেসে হাসান মাহমুদ, সৌম্য সরকার, জনসন চার্লস, কুশল মেন্ডিস, রাজশাহী ওয়ারিয়র্সে নাজমুল শান্ত, তানজিদ হাসান, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ নওয়াজ এবং চট্টগ্রাম রয়্যালসে শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, আবরার আহমেদকে দলে নিয়েছে। গতকাল অনুষ্ঠিত নিলামে দেশি ক্রিকেটারদের নিয়ে আগ্রহ থাকলেও বিদেশিদের প্রতি খুব বেশি আগ্রহ ছিল না ফ্র্যাঞ্চাইজিগুলোর।