প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬, ০২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাত কলেজের শিক্ষার্থীদের সায়েন্স ল্যাব মোড় অবরোধ, তীব্র যানজট

আয়কর বার্তা: প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকার সাতটি কলেজের শিক্ষার্থীরা। এতে মিরপুর রোড, এলিফেন্ট রোডসহ আশেপাশের সড়কগুলোতে তীব্র যানজট তৈরি হয়োছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তারা ঢাকা কলেজ ক্যাম্পাসে জড়ো হয়। এরপর মিছিল নিয়ে দুপুর সাড়ে ১২ টার দিকেসায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন এবং সড়ক অবরোধ করেন।

ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ ও তিতুমীর কলেজের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, অবিলম্বে উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের হালনাগাদ খসড়া অনুমোদনের পাশাপাশি রাষ্ট্রপতির মাধ্যমে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের পরিমার্জিত খসড়া গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। খসড়াটি দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের নীতিগত সম্মতি এবং আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে (আইনি যাচাই) উপদেষ্টা পরিষদে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়