প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৫, ১০:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিল্লি কেড়ে নেওয়ার হুঙ্কার দিলেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক

দিল্লি কেড়ে নেওয়ার হুঙ্কার দিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার (২২ ডিসেম্বর) কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের কর্মীসভা থেকে হুঙ্কার দেন তিনি।ভারতীয় গণমাধ্যম নিউজ বাংলা ১৮-এর খবরে এ তথ্য জানা গেছে।

বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, ‘ওর দিল্লি কেড়ে নেব। বাংলা জিতে দিল্লি কাড়ব। ওর সরকার পড়ে যাবে। বাংলাকে বঞ্চিত করতে গিয়ে নিজেরা পিছু হঠবে। যারা বিজেপিকে ভোট দিত, তাদের বলব ওদের ভোট দেবেন না। এরা আপনার সব কেড়ে নিচ্ছে, এদের ভোট দেবেন না। ভয় পাবেন না, বাংলায় কোনও ডিটেনশন ক্যাম্প হবে না। জন গণনা না করে এসআইআর করছে, পুরোটাই ব্লান্ডার।’

তিনি বলেন, ‘চাইলে আমার গলাটাও কেটে দিতে পারেন, কিন্তু আমি মানুষের কথাই বলব‌।’

তিনি আরও বলেন, ‘মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চায় ওরা, টোটাল অটোক্র্যাসি চলছে। ৪৬ জন ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন। তারমধ্যে অর্ধেকের বেশি হিন্দুও আছেন।’

এদিকে ২০২৬ সালের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে রাজনৈতিক উত্তেজনা চরমে। এর মধ্যেই তিনি এমন হুঙ্কার দিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়