সিরিয়ার দক্ষিণে ইসরায়েলি বাহিনীর এক মারাত্মক অভিযানের পর সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে সিরিয়া এবং তার নতুন নেতৃত্বকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সতর্ক করেছেন।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে বলেছেন, ‘ইসরায়েলের জন্য খুব গুরুত্বপূর্ণ যে তারা সিরিয়ার সঙ্গে শক্তিশালী ও সত্যিকারের সংলাপ বজায় রাখবে। এমন কিছু যাতে না ঘটে যা সিরিয়াকে সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হওয়ার পথে ব্যাহত করবে।’
প্রেসিডেন্ট আহমাদ আল-শরার অধীনে সিরিয়ার কর্মক্ষমতা দেখে তিনি খুব সন্তুষ্ট বলে জানান। শরা নভেম্বর মাসে ঐতিহাসিকভাবে হোয়াইট হাউসে সফর করেছিলেন।
শরা’র নেতৃত্বাধীন জোটের সঙ্গে ট্রাম্প ইসরায়েল ও সিরিয়ার মধ্যে নিরাপত্তা চুক্তি করতে চেয়েছেন। তবে ইসরায়েলের হামলার কারণে উত্তেজনা বেড়েই চলেছে। এর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলা হয়েছে শুক্রবার। দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি সেনাদের ওই হামলায় ১৩ জন প্রাণ হারিয়েছেন।
ট্রাম্প বলেন, ‘সিরিয়া ও ইসরায়েলের মধ্যে যেন দীর্ঘমেয়াদী এবং সমৃদ্ধ সম্পর্ক গড়ে ওঠে, সে জন্য শরা পরিশ্রম করে যাচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র সর্বাত্মক চেষ্টা করছে যাতে সিরিয়ার সরকার যুদ্ধপীড়িত দেশ পুনর্গঠনের উদ্দেশ্য অনুযায়ী কাজ চালিয়ে যায়।’
ট্রাম্পের মতে, সিরিয়া ও ইসরায়েলের মধ্যে ভালো সম্পর্ক এবং গাজা নিরস্ত্রতার পর মধ্যপ্রাচ্যে বৃহত্তর শান্তি স্থাপনে তার প্রচেষ্টা আরও শক্তিশালী হবে।