প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৫, ১০:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে দেশজুড়ে ঢাকামুখী ঢল

আয়কর বার্তা রিপোর্ট:

দীর্ঘ প্রায় দেড় যুগ পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও প্রত্যাশা তৈরি হয়েছে। দলটির নেতাদের মতে, ২৫ ডিসেম্বর শুধু একজন নেতার দেশে ফেরা নয়Ñ এই দিনটি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। এ উপলক্ষে রাজধানী ঢাকায় ইতিহাসের অন্যতম বৃহৎ সমাবেশের প্রস্তুতি নেওয়া হয়েছে।

দলীয় সূত্র জানায়, ২৫ ডিসেম্বর তারেক রহমানকে স্বাগত জানাতে সারাদেশ থেকে লাখ লাখ নেতাকর্মী ও সমর্থক ঢাকায় সমবেত হবেন। এরই মধ্যে দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগসহ বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মীর ঢাকায় যাওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বরিশাল বিভাগে ব্যাপক প্রস্তুতি, যানবাহন সংকট বরিশাল ব্যুরো জানিয়েছে, বিভাগের ছয় জেলা থেকে লক্ষাধিক মানুষ ঢাকায় যাবেন বলে জানিয়েছেন বিএনপি নেতারা। বিভাগজুড়ে লঞ্চ, বাসসহ বিভিন্ন যানবাহন আগাম ভাড়া করা হলেও চাহিদার তুলনায় যানবাহন সংকট দেখা দিয়েছে। এ কারণে অনেক নেতাকর্মী ২৪ ডিসেম্বরের আগেই ঢাকায় অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, তারেক রহমানের দেশে ফেরা দলের জন্য নতুন অধ্যায় তৈরি করবে এবং সংগঠনের ভেতরে শৃঙ্খলা ফিরে আসবে। মহানগর বিএনপির নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন।

বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন জানান, ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটবে ২৫ ডিসেম্বর। জেলা দক্ষিণ বিএনপির পক্ষ থেকেই প্রায় ২০ হাজার নেতাকর্মী ঢাকায় নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর জানান, ভোলা থেকে লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থককে ঢাকায় নিতে ১০টি লঞ্চ ভাড়া করা হয়েছে, যা একাধিক ট্রিপে চলবে।

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সমর্থকও ঢাকায় যেতে আগ্রহী। তবে যানবাহন সংকটের কারণে অনেকেই আগেভাগেই রাজধানীতে রওনা হয়েছেন।

পিরোজপুর থেকে ৩০ হাজার, প্রস্তুতি কমিটি গঠন

পিরোজপুর প্রতিনিধি জানিয়েছেন, তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে উজ্জীবিত পিরোজপুর জেলা বিএনপি। জেলা থেকে প্রায় ৩০ হাজার নেতাকর্মী ও সমর্থক ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনকে আহ্বায়ক করে প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

প্রস্তুতি কমিটির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, নির্ধারিত দিনের আগেই অন্তত ছয়টি বিশালাকার লঞ্চ এবং শতাধিক বাসযোগে কর্মীদের রাজধানী ঢাকায় সমাবেত করার উদ্যোগ

নেওয়া হয়েছে।

জেলা বিএনপির সদস্যসচিব সাঈদুল ইসরাম কিসমত জানান, ২৪ ডিসেম্বর সন্ধ্যায় হুলারহাট নদীবন্দর থেকে ছয়টি বড় লঞ্চে নেতাকর্মীরা ঢাকার উদ্দেশে যাত্রা করবেন। পাশাপাশি ২৫ ডিসেম্বর ভোরে শতাধিক বাসও রওনা হবে।

পাবনা থেকে ২৫ হাজার নেতাকর্মীর ঢাকাযাত্রা

পাবনা প্রতিনিধি জানান, জেলা বিএনপি জানিয়েছেÑ জেলা থেকে সড়ক, নৌ ও রেলপথে অন্তত ২৫ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। পাবনা জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার বলেন, ২৪ ডিসেম্বরের মধ্যেই নেতাকর্মীরা ঢাকায় পৌঁছাবেন। এ জন্য একাধিক ট্রেন রিজার্ভসহ পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থা করা হয়েছে।

পাবনা বিএনপির নেতারা আশা প্রকাশ করে বলেন, সেদিন ঢাকা জনসমুদ্রে পরিণত হবে।

সুনামগঞ্জ থেকে ১৫ হাজার নেতাকর্মী

সুনামগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোও ব্যাপক প্রস্তুতি নিয়েছে। জেলার পাঁচটি নির্বাচনী এলাকার ১৭টি ইউনিট থেকে অন্তত ১৫ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন বলে জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন। তিনি বলেন, হাওরে কৃষিকাজ শুরু হলেও প্রিয় নেতাকে এক নজর দেখতে নেতাকর্মীদের আগ্রহে কোনো ভাটা পড়েনি। বাস ও ট্রেনে করে নেতাকর্মীরা ঢাকায় যাবেন, অনেকেই এরই মধ্যে রওনা হয়েছেন।

‘ঢাকা শহর ব্লক হয়ে যাবে’

বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, দীর্ঘবছর পর তারেক রহমান দেশে ফিরছেন। তাঁর এই আগমনের দিন নতুন এক ইতিহাস রচিত হবে। এ দিন লাখ লাখ লোকের সমাগম হবে ঢাকা শহরে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার বলেন, তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলন-সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। তাঁর আগমন শুধু বিএনপির নেতাকর্মীদের নয়, সারা দেশের মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাবে। তিনি দাবি করেন, সেদিন পুরো ঢাকা শহর কার্যত অচল হয়ে যেতে পারে।

রংপুর থেকে স্বাগত জানাবেন ৫০ হাজার নেতাকর্মী

রংপুর প্রতিনিধি জানিয়েছেন, তারেক রহমানের প্রত্যাবর্তনে স্বাগত জানাতে রংপুর জেলা ও মহানগর বিএনপির ৫০ হাজার নেতাকর্মী প্রস্তুতি নিয়েছেন। মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু জানান, রংপুর মহানগরী থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঢাকায় যাওয়ার জন্য ৩০টি বাস ভাড়া করা হয়েছে। মহানগরী থেকে ১০ হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। এই সংখ্যা আরও বাড়বে। ট্রেন বরাদ্দের আবেদন করা হয়েছে। আগামী ২৪ তারিখ সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত রংপুর থেকে ঢাকার উদ্দেশে নেতাকর্মীদের নিয়ে গাড়িগুলো রওনা দেবে।

জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম জানান, এরই মধ্যে আমাদের ১০ হাজার নেতাকর্মী নিজস্ব ব্যবস্থাপনায় ঢাকায় চলে গেছেন। কমপক্ষে ৪০ থেকে ৫০ হাজার নেতাকর্মী রংপুর থেকে ঢাকায় তারেক রহমানকে স্বাগত জানাতে উপস্থিত হবেন।

রাজবাড়ী থেকে ছাত্রদলের ৪ হাজার নেতাকর্মী যোগদানের প্রস্তুতি

রাজবাড়ী প্রতিনিধি জানিয়েছেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজবাড়ী জেলা ছাত্রদলের উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে অভিনন্দন জানাতে রাজবাড়ী জেলা ছাত্রদলের উদ্যোগে ৪ হাজার নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করা হবে।

ময়মনসিংহে ছাত্রদলের আনন্দ মিছিল নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ময়মনসিংহ নগরীতে আনন্দ মিছিল করেছে দক্ষিণ জেলা ছাত্রদল। এ সময় নেতাকর্মীদের সেøাগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।

দিনাজপুরে শুভেচ্ছা মিছিল দিনাজপুর প্রতিনিধি জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে তাঁকে স্বাগত জানিয়ে দিনাজপুর জেলা বিএনপির উদ্যোগে বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বিশাল শুভেচ্ছা মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেল রোডস্থ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলে দিনাজপুর জেলা বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়