প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৫, ০৬:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাদি হত্যা বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি ইনকিলাব মঞ্চের

ঢাবি প্রতিনিধি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করতে দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেছেন, 'আগামী নির্বাচনের আগেই শহীদ ওসমান হাদি হত্যার বিচার করতে হবে। বিচার ছাড়া কোনো নির্বাচন নয়।'

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। এরপর বিকেল ৩টায় শাহবাগ থেকে শহীদ মিনারের দিকে বিক্ষোভ মিছিল শুরু হবে বলেও জানানো হয়।

সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল জাবের মূলত দুটি দাবি জানান। তিনি বলেন, ‘আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে অবিলম্বে একটি বিশেষ বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানাচ্ছি এবংতদন্তের স্বার্থে প্রয়োজনে এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়ারও দাবি জানাচ্ছি।’ 

সংবাদ সম্মেলনে তিনি প্রধান উপদেষ্টাকে উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশের জনগণ আপনাকে প্রধান উপদেষ্টা বানিয়েছে এই জনগণের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য। জানাজার মাঠে আপনি বলেছেন যে, আপনি শরীফ ওসমান হাদিকে ধারণ করেন, কিন্তু একবারের জন্যও আপনি জানাজার ময়দানে বলেননি যে, খুনের বিচারের ব্যাপারে আপনি কী করবেন। মানে আপনার যেই অসহায়ত্ব, সেটা আমরা দেখতে পেয়েছি। আপনি আসলে কিসের কারণে অসহায়, সেটা আমরা জানতে চাই। আপনাকে কে অসহায় করে তুলল এটা আমাদের কাছে আপনার জানাতে হবে। এটা না জানিয়ে তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে এরপর আপনি চলে যাবেন, এটা হবে না। নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে, এরপর নির্বাচন। এর আগে কোনো নির্বাচন না।’ 

তিনি বলেন, ‘আপনারা অতি দ্রুত ওসমান হাদিকে যারা খুন করেছে তাদেরকে দেশে থাকলে গ্রেপ্তার করেন, আর দেশে যদি না থাকে তাহলে তাদেরকে বিদেশে যেখানেই থাকুক সেইখান থেকে আনবার ব্যবস্থা করেন। এর বাইরে আমরা আসলে আর কিছু জানি না।’

তিনি আরও বলেন, ‘আজকে বেলা ৩টায় আমরা একটা বিক্ষোভ মিছিল ডেকেছি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। ওই বিক্ষোভ মিছিল পরবর্তী সময়ে আমরা কর্মসূচি ঘোষণা করব যে, এই সরকারের সঙ্গে আমরা রয়েছি নাকি এই সরকার পতনের আন্দোলন আমরা ইনকিলাব মঞ্চের মাধ্যমে শুরু করব।.. এই বিক্ষোভ মিছিল থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা আসবে। আমরা ইনকিলাব মঞ্চ আজকে এখন থেকে রাজপথে অবস্থান করবার ঘোষণা দিচ্ছি। যে আমরা পথ ছেড়ে যাচ্ছি না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়