আয়কর বার্তা রিপোর্ট:
আসন সমঝোতা নিয়ে মিত্রদের সঙ্গে চলমান দূরত্ব মেটাতে বৈঠক ডেকেছে বিএনপি। আগামীকাল শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে। এতে মিত্র রাজনৈতিক দলগুলোর ১৫ জন শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা পাঁচ দলীয় জোট গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, গণঅধিকার পরিষদ, জাতীয়তাবাদী সমমনা জোট ও গণফোরামের শীর্ষ নেতা।
গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, গতকার সন্ধ্যা ৭টায় এ বৈঠক হওয়ার কথা ছিল। অনিবার্য কারণবশত বৈঠকটি স্থগিত করা হয়েছে। শনিবার (কাল) দুপুরে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
মিত্র অন্তত পাঁচটি দলের শীর্ষ নেতারা জানান, যাদের আমন্ত্রণ জানানো হয়েছেÑ সবাই বৈঠকে অংশ নেবেন। নির্বাচনী আসনসহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। এ বৈঠকে বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন শীর্ষনেতা থাকার কথা রয়েছে।
এর আগে, আসন নিয়ে মতবিরোধের মধ্যেই গত বুধবার একটা বৈঠক করে মিত্ররা। ওই দিন বিকালে রাজধানীর পল্টনে নাগরিক ঐক্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ২৯টি দলের শীর্ষ নেতারা অংশ নেন।