প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৫, ০৬:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণঅধিকার পরিষদে যোগ দিতে পারেন আসিফ মাহমুদ

অনলাইন ডেস্ক
 

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে পদত্যাগকারী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। তিনি কোন দলের হয়ে নির্বাচন করবেন বর্তমানে তা নিয়ে চলছে জোর গুঞ্জন।

শুরুতে আলোচনা ছিল জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে তিনি দলটিতে যাচ্ছেন না, তা এক প্রকার নিশ্চিত বলা যায়। এবার আলোচনা উঠেছে গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন তিনি।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন সংবাদমাধ্যমকে বলেন, ‘আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দীর্ঘদিন আমাদের সঙ্গে রাজনীতি করেছেন। যেহেতু গণঅভ্যুত্থানে তিনি নেতৃত্ব দিয়েছেন, সেসময় আমরা তাকে বিভিন্নভাবে পরামর্শ দিয়েছি, সমন্বয় করেছি। আমাদের সঙ্গে তার একটা সখ্য আছে। সেই জায়গা থেকে তিনি এখন যেহেতু রাজনীতিতে যুক্ত হতে চান, একসঙ্গে রাজনীতি করার ব্যাপারে ইতিবাচক আলোচনা আছে, চলছে। ‘

তিনি বলেন, ‘তবে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি (আসিফ মাহমুদ) যদি আমাদের সঙ্গে আসতে চান, তাহলে আমরা তাকে স্বাগত জানাব। তিনি বলেছেন, তিনি বিষয়টি দেখছেন। আমাদের মধ্যে আলোচনা–বৈঠক হয়েছে। সামনে আমরা আরও বসব। তখন চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।’

 উপদেষ্টার পদ ছেড়ে গণঅধিকার পরিষদে আসলে আসিফ মাহমুদ কী ধরনের পদ পেতে পারেন– এমন প্রশ্নে রাশেদ খাঁন বলেন, ‘তিনি (আসিফ) যেহেতু উপদেষ্টা ছিলেন, অবশ্যই তাকে সম্মানিত জায়গায় রাখা হবে।’

এদিকে, আসিফ মাহমুদের প্রশংসা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘আসিফ হঠাৎ গজিয়ে ওঠা বা ২০/২৫ দিনের আন্দোলনের কোনো নেতা নয়। আসিফ ফ্যাসিবাদের উত্তাল সময়ে রাজপথের সংগ্রাম থেকে গড়ে ওঠা নেতা, রাজপথে আমার সংগ্রামের সারথি।’

নুরুল হক নুর লেখেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের অভিপ্রায় থেকে উপদেষ্টা পরিষদ হতে পদত্যাগ করেছেন। অফিশিয়াললি এখনো কোনো রাজনৈতিক দলে যোগ দেয়নি, হয়তো শিগগিরই সিদ্ধান্ত নেবে। দায়িত্বে থাকলে স্বাভাবিকভাবেই মানুষের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। বয়সের অনভিজ্ঞতা কিংবা ম্যাচিউরিটির অভাবে হয়তো সেও কিছু ভুল করেছে। আমার কাছে সংগ্রামের অবদানে তার সে ভুল তুচ্ছ। আসিফকে সংগ্রামের রাজনীতিতে স্বাগতম জানাই।’

আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ) থেকে নির্বাচন করতে পারেন। কেননা কিছু দিন আগে তিনি এই আসনের ভোটার হয়েছেন।

 
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়