প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৫, ০৫:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জুবাইদা রহমান

অনলাইন ডেস্ক

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছেন তার পুত্রবধূ জুবাইদা রহমান। শনিবার (৬ ডিসেম্বর) বিকেল সোয়া ৩টার পরে ধানমন্ডিতে তার বাবার বাড়ি ‘মাহবুব ভবন’ থেকে এভারকেয়ার হাসপাতালে আসেন তারেক রহমানের স্ত্রী।

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বলেন, ‘ভাবি বিকেল ৩টা ৩৮ মিনিটে এভারকেয়ার হাসপাতালে আসেন। তিনি সিসিইউতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শয্যার পাশে আছেন।’

তিনি বলেন, ‘গতকাল গভীর রাতে হাসপাতাল থেকে ধানমন্ডির বাসায় ফিরেছেন ভাবি। এখানে উনার মা সৈয়দা ইকবাল মান্দবানু রয়েছেন।’

জুবাইদা রহমান লন্ডন থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল পৌনে ১১টায় ঢাকায় পৌঁছান। চিকিৎসার জন্য শাশুড়িকে লন্ডনে নিতে আগের দিন বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় লন্ডন থেকে তিনি দেশের পথে রওনা হয়েছিলেন। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে তিনি সরাসরি এভারকেয়ারে যান। সেখানে খালেদা জিয়ার শয্যার পাশে থাকা ছাড়াও মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে কয়েকবার বৈঠকও করেন জুবাইদা রহমান।

গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছেন। তার শারীরিক অবস্থা ‘অপরিবর্তিত’ রয়েছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা।

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার চিন্তা রয়েছে তার পরিবারের। তারর শারীরিক অবস্থা বিবেচনা করে মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে। সে এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়