আয়কর বার্তা রিপোর্ট:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিমানবন্দর থেকে সরাসরি তিনি হাসপাতালে রওনা হন। পরে বেলা ১১টা ৫০ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান।
এর আগে সকাল ১০টা ৪৫ মিনিটে তাকে বহন করা ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে ডা. জুবাইদা ভিআইপি গেট দিয়ে বের হন। এরপর সরাসরি চলে যান এভারকেয়ার হাসপাতালে।
কিছুদিন ধরে এই হাসপাতালটিতে চিকিৎসা চলছে সংকটাপন্ন খালেদা জিয়ার। তার শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা ঢাকায় এসেছেন অসুস্থ শাশুড়ি খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে।
এদিকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদাকে লন্ডনে নিতে কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে শুক্রবার (৫ ডিসেম্বর) ঢাকায় না পৌঁছানোয় তার যাত্রা পেছানো হচ্ছে।
সবকিছু ঠিক থাকলে নতুন এয়ার অ্যাম্বুলেন্স শনিবার ঢাকায় পৌঁছাতে পারে। এরপর খালেদা জিয়ার শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে রবিবার তিনি যাত্রা শুরু করবেন।