প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে বিদেশি মেডিকেল টিম

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তায় এভারকেয়ার হাসপাতালে পাঁচ সদস্যের একটি বিদেশি মেডিকেল টিম পৌঁছেছে।

হাসপাতালের সূত্র জানা গেছে, বিদেশি মেডিকেল টিমটি সোমবারবেলা ৩টার দিকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়। বিকেলে তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে।

রাতে এই বিদেশি চিকিৎসকদের খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠবে বসার কথা রয়েছে।

মেডিকেল বোর্ড মনে করছে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার প্রেক্ষিতে অতিরিক্ত বিশেষজ্ঞ মতামতের প্রয়োজন আছে।

জানা গেছে, পাঁচ সদস্যের বিদেশি মেডিকেল টিমের বেশিরভাগ চিকিৎসকই চীনের নাগরিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়