বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব ও শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে উন্নয়ন হয়। মানুষ শান্তিতে থাকে। ধানের শীষ বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক।’
তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আগামীর মানবিক বাংলাদেশ গড়তে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।’
বুধবার (২৬ নভেম্বর) দিনব্যাপী শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিড্যা ও দারুল আমান ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ, প্রচারণা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, ‘জনগণের প্রিয় নেতা তারেক রহমান শরীয়তপুরকে হিংসা ও সন্ত্রাসমুক্ত করতে আমাকে পাঠিয়েছেন। বিগত দিনে আমাদের নেতাকর্মীদের ওপর যে হামলা, নির্যাতন, বাড়িঘর লুট করা হয়েছে—সব আমরা ভুলে যেতে চাই। আমরা প্রতিশোধে বিশ্বাসী নই।’
আধুনিক শরীয়তপুর জেলা তৈরীর প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, ‘শরীয়তপুরের মানুষ সব ধর্ম-বর্ণের মিলনে নতুন একটি গর্বিত শরীয়তপুর গড়ে তুলবো। শুধু আশার কথা নয়, আমার আসনের মানুষের সমস্যা, সমাধান ও সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার নিয়ে রাজনীতিতে আছি। আপনাদের সঙ্গে নিয়ে শরীয়তপুরকে আধুনিক জেলায় রূপান্তর করবো, ইনশাআল্লাহ।’
এসময় শরীয়তপুর জেলা বিএনপির সহসভাপতি এসএম মাহফুজুর রহমান বাচ্চু সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গণি মিন্টু সরদার, ডামুড্যা উপজেলার আহ্বায়ক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সদস্য সৈয়দ জিল্লুর রহমান মধু, উজ্জ্বল সিকদার, মজিবর বেপারী, যুবদলের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মেহেদী, ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান শওকত বাঘাসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।