আয়কর বার্তা: বিশ্বের ১২৬টি দেশের মধ্যে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। সোমবার ১০টা ২৮ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, শীর্ষে উঠে আসা ঢাকার বায়ুর মান ২৮২, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
তালিকায় ২৫০ স্কোরে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ভারতের দিল্লি। ২৪৩ স্কোরে চীনের চেংডু তৃতীয় ও ২৩৭ স্কোরে চতুর্থ অবস্থানে উঠে এসেছে মিশরের কায়রো— এই তিন শহরের বাতাসও আজ ‘খুব অস্বাস্থ্যকর’।