প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৬, ০৮:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ৫১ জন

আয়কর বার্তা রিপোর্ট: আগামী জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) প্রথম দিনের আপিল শুনানি শেষ হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) ৫১ জনের প্রার্থিতা ফিরে পেয়েছেন।

শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের অডিটরিয়ামে শুনানি চলে। সেখানে স্থানীয় পর্যায়ে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করা প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত হন।

আপিল শুনানি শেষে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, আজ ৭০টি আপিলের মধ্যে অনুমোদিত বা মঞ্জুর করা হয়েছে ৫২টি আপিল। নামঞ্জুর করা হয়েছে ১৫টি আপিল। এ ছাড়া তিনটি আপিল মুলতবি রাখা হয়েছে। এরমধ্যে একটি আপিল আগামীকাল রোববার বিকেল ৫টা পর্যন্ত এবং বাকী দুটি আপিল ১৬ জানুয়ারি পর্যন্ত মুলতবি থাকবে। তথ্যগত কিছু অসংগতি আছে। যেটা রিটার্নিং অফিসারের মাধ্যমে নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়