আয়কর বার্তা রিপোর্ট
গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসায় লন্ডন নিয়ে যেতেকাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পাঠানো হচ্ছে। কাতারের মালিকানাধীন এয়ার অ্যাম্বুলেন্সটির যান্ত্রিক ত্রুটি মেরামত করে হলেও এখনো ঝুঁকিপূর্ণ বিবেচনায় জার্মানি থেকে অত্যাধুনিক আরেকটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পাঠাচ্ছেন দেশটির আমির।
শুক্রবার বিকালে ঢাকায় কাতার দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা আসাদুর রহমান আসাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার বিকাল ৫টায় ওই এয়ার অ্যাম্বুলেন্সের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এক বার্তায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা যদি যাত্রার জন্য উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে ইনশাআল্লাহ ৭ তারিখ (রোববার) তিনি লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।
এদিকে, শুক্রবার বেলা ১২টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় পৌঁছান। উন্নত চিকিৎসার জন্য শাশুড়ি খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যেতোর তার দেশে ফেরা। ঢাকায় পৌঁছে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান তিনি। সেখানে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সবশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং তার চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরি ক অবস্থা সংকটাপন্ন। তবে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। এ অবস্থায় সাবেক প্রধানমন্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে কয়েক দিন ধরেই আলোচনা চলছিল। শুক্রবার তাকে লন্ডনে নেওয়ার কথা ছিল।
গত ৪ দিন ধরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর সংকটাপন্ন শারীরিক অবস্থা নিয়ে দেশের মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। শুক্রবার দেশের বিভিন্ন মসজিদে বাদ জুমা মোনাজাতে খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়।