প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাবিতে শহীদ ফেলানী খাতুনের নামে হল ৪ হলে শেখ পরিবারের নামে পরিবর্ত

অনলাইন ডেক্স :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শেখ পরিবারের নামে থাকা চারটি হলের নাম চূড়ান্তভাবে পরিবর্তন করে নতুন নামকরণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নতুন নামকরণ করা হয়েছে সীমান্তের শহীদ ফেলানীর নামে। গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসানের সভাপতিত্বে সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

গত শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি মুঠোফোনে বলেন, বৃহস্পতিবার অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় শেখ পরিবারের নামে চারটি হলের নাম পরিবর্তন করে নতুন নামকরণ চূড়ান্ত করা হয়েছে।

হলগুলো হলো- পূর্বের ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ হলের নাম পরিবর্তন করে ‘শেরে বাংলা এ কে ফজলুল হক হল’, ‘শেখ রাসেল’ হলের নতুন নাম ‘নবাব সলিমুল্লাহ হল’, ‘শেখ হাসিনা হলের’ নাম পরিবর্তন করে ‘জুলাই-২৪ জাগরণী হল’ এবং ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব’ হলকে ‘শহীদ ফেলানী খাতুন’ হল নামে নামকরণ করা হয়েছে।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের পর শেখ পরিবারের নামে থাকা বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তনের দাবি জানান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের এসব স্থাপনার নামফলক খুলে ফেলেন তাঁরা। পরে শিক্ষার্থীদের কাছ থেকে নতুন নাম আহ্বান করে প্রশাসন। শিক্ষার্থীদের দেওয়া নামের পরিপ্রেক্ষিতে একটি বাছাই কমিটি গঠন করা হয়। ওই কমিটির সুপারিশক্রমে গত ৪ ডিসেম্বরের সিন্ডিকেট সভায় হলগুলোর নতুন নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত বছর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের নাম থেকে বঙ্গবন্ধু শব্দটি তুলে দেয় প্রশাসন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়