আয়কর বার্তা রিপোর্ট: দেশের বাজারে স্বর্ণের ভরিতে ২ হাজার ৯১৬ টাকা পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
সোমবার (৫ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন দাম মঙ্গলবার (৬ জানুয়ারি) থেকে কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ এক লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা।
স্বর্ণের সঙ্গে সঙ্গে বাড়ানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হবে ৫ হাজার ৯২৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৬৫৭ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৮৪১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৬৩৯ টাকা।