প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৯:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে বাড়লো ১৫৭৫ টাকা


আয়কর বার্তা:

দেশে স্বর্ণের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মাত্র একদিনের ব্যবধানে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ১ হাজার ৫৭৫ টাকা বাড়ানো হয়েছে। এতে এক ভরি স্বর্ণের দাম হয়েছে ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা। দেশের বাজারে স্বর্ণের এত বেশি দাম আগে কখনো হয়নি।

রোববার (২৮ ডিসেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর বিষয়টি জানায়। স্বর্ণের নতুন দাম সোমবার (২৯ ডিসেম্বর) থেকেই কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত গৃহিত হয়।

মাত্র একদিন আগে শনিবার (২৭ ডিসেম্বর) দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। ওইদিন ভরিপ্রতি ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। যা ছিল দেশে এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দর।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ৯৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৫৩১ টাকা।

স্বর্ণের দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৬৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৭৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

সবমিলিয়ে চলতি বছর এ পর্যন্ত মোট ৯১ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস। এর মধ্যে ৬৪ বারই দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ২৭ বার। যেখানে গত বছর দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ৩৫ বারই দাম বাড়ানো হয়েছিল। এছাড়া ২০২৪ সালে মোট ২৭ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়