প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহানবী (সা.) রজব মাসে যে দোয়া বেশি বেশি পাঠ করতেন

রজব মাসের বরকত ও ফজিলত হাসিল করার জন্য অন্যান্য মাসে পালনীয় ফরজ ইবাদতগুলো যথাযথভাবে পালন করতে হবে এবং নফল ইবাদত বেশি বেশি করতে হবে। রজব মাসের আমল সম্পর্কে একটি হাদিসে এসেছে, আনাস (রা.) বলেন, রজব মাস আগত হলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নোক্ত দোয়া পাঠ করতেন,

اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبَ وَشَعْبَانَ وَبَلِّغْنَا رَمَضَانَ.

উচ্চারণ: ‘আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ও শা‘বানা, ওয়া বাল্লিগনা রামাদানা’

অর্থ: ‘হে আল্লাহ! আমাদেরকে রজব ও শাবান মাসে বরকত দাও এবং রমযান পর্যন্ত পৌঁছে দাও।’ (মুসনাদে আহমদ, হাদিস : ২৩৪৬; মুসনাদে বায্যার, হাদিস : ৬৪৯৬)

  • সর্বশেষ
  • জনপ্রিয়