প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণ সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশি ৬ শান্তিরক্ষী নিহত

আয়কর বার্তা রিপোর্ট:

দক্ষিণ সুদানের আবেইতে সন্ত্রাসীদের ইউএন ঘাঁটি আক্রমণে বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আটজন। সেখানে যুদ্ধ চলমান রয়েছে বলে গতকাল শনিবার  রাত ৯টা ৫৬ মিনিটে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)  জানিয়েছে। রাত ১০টা ২০ মিনিটের দিকেও আইএসপিআর পরিচালক লে. কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী কালের কণ্ঠকে বলেন, ‘সেখানে যুদ্ধ চলমান।

 
নিহত সেনাদের সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা নেই।’

 

বার্তা সংস্থা এএফপি জানায়, সুদানের দক্ষিণাঞ্চলীয় কর্ডোফান এলাকায় জাতিসংঘের একটি ভবনে ড্রোন হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয় হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

 

 

এই ঘটনায় নিন্দা জানিয়েছে দেশটির সরকার। দেশটির সরকার এক বিবৃতিতে জানিয়েছে, আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস এই হামলা চালিয়েছে।

প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র মন্ত্রণালয় ও তারেক রহমানের শোক : দক্ষিণ সুদানের আবেইতে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই হামলায় বাংলাদেশি শান্তিরক্ষী হতাহতের ঘটনায় পৃথক বিবৃতিতে এই শোক জানানো হয়।

 

 

গত রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক শান্তি ও মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ। এ ঘটনায় জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে শান্তিরক্ষীদের নিরাপত্তা আরো জোরদারে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানান তিনি।

বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, ‘জাতিসংঘ শান্তি রক্ষা কার্যক্রমে বাংলাদেশের বিপুল অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত; বীরদের এই আত্মত্যাগ একদিকে জাতির গৌরব, অন্যদিকে গভীর বেদনার। আহত শান্তিরক্ষীদের সর্বোচ্চ চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য এরই মধ্যে জাতিসংঘের প্রতি অনুরোধ জানানো হয়েছে। এই দুঃসময়ে সরকার শান্তিরক্ষীদের পরিবারগুলোর পাশে আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়